Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০২০

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ২৮/০৭/২০২০ আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট , লঞ্চঘাট এবং দৌলতদিয়া নব নির্মিতব্য রাস্তা পরিদর্শণ করেন এবং কতিপয় নির্দেশনা প্রদান করেন । নির্দেশনার আলোকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে ।


প্রকাশন তারিখ : 2020-07-29

 

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ২৮/০৭/২০২০ আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট , লঞ্চঘাট এবং দৌলতদিয়া নব নির্মিতব্য রাস্তা পরিদর্শণ করেন এবং কতিপয় নির্দেশনা প্রদান করেন ।

 

Ø  দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের এপ্রোচের দুইপার্শ্বে জিও-ব্যাগ দ্বারা প্রটেকশন প্রদান ।

Ø  বন্যার পানিতে ডুবে যাওয়া দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের সংযোগ সড়ক স্থানীয় সড়ক বিভাগের সাথে যৌথভাবে ব্রিক ব্যাটস ও বালু দ্বারা অদ্যই ঘাট অপারেশনের ব্যবস্থা গ্রহণ।

Ø  যাত্রী পারাপারে সর্বোচ্চ গুরুত্বারোপ প্রদান এবং কোন যাত্রী যাতে হয়রানির স্বীকার না হয় তার ব্যবস্থা গ্রহন।

Ø  পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা গ্রহন।

Ø  বিআইডব্লিউটিসি, স্থানীয় সড়ক বিভাগসহ পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান/সংস্থা/বিভাগের সহিত সমন্বয় পূর্বক সম্মিলিত উদ্দ্যেগ গ্রহন এবং ঘাট পরিচালন ।

Ø  পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের উভয় প্রান্তে ঘাট, পার্কিং ইয়ার্ড, সংযোগ রাস্তাসহ যাত্রী সুবিধা প্রদানে কর্তৃপক্ষের সকল স্থাপনা সমূহ পরিষ্কার পরিচ্ছন্নসহ ব্যবহার উপযোগী রাখা ।

Ø  দৌলতদিয়া ফেরিঘাটের প্রস্তাবিত ৭নং ফেরিঘাটের রাস্তা আগামী এক মাসের মধ্যে সম্পন্নকরণ ।

 

নির্দেশনার আলোকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে । চেয়ারম্যান বলেন, এবারের  ঈদ-উল-আযহা অন্য বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন । করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সর্বস্তরেরর মানুষের জীবন জীবিকায় । তিনি জনগণকে প্রয়োজন ছাড়া এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন । ভ্রমনের সময় মাস্ক এবং সামাজিক দুরত্ব বজায় রাখাসহ  বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন ।
 
তিনি আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে যাত্রী ও মালামাল পরিবহনে  নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন ও কর্মচারী কর্মকর্তাসহ সকলের প্রতি  আন্তরিকতা ও  মনযোগ সহকারে কাজ করার অনুরোধ করেন।